× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মানুষের বিশ্বাস, শেখ হাসিনা থাকলে ভয় নেই’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৩ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:২০ পিএম

ফুলবাড়ীতে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণে বক্তব্য দেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। প্রবা ফটো

ফুলবাড়ীতে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণে বক্তব্য দেন গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। প্রবা ফটো

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন বলেই বৈশ্বিক যুদ্ধের মধ্যেও দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার। 

তিনি বলেছেন, প্রতিদিন দেশ বদলাচ্ছে। দেশের উন্নয়ন সাধিত হচ্ছে। এখন সবাই বিশ্বাস করেন শেখ হাসিনা আছেন, কোনো ভয় নেই, সব বিপদ তিনিই পার করবেন। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘শেখ হাসিনা আর পাঁচ বছর ক্ষমতায় থাকলেই দেশের মানুষ ব্যাপক চমক পাবে। শেখ হাসিনা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আইটি ভিলেজ গড়ার কাজ করছেন। এতে ডিজিটাল বাংলাদেশ আরও সহজ হবে। এই আইটি ভিলেজ থেকে এলাকার ছেলে-মেয়েরা অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করবে। যা দিয়ে নিজের পরিবারের খরচসহ দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে।’ 

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, 'প্রত্যেক অভিভাবক নিজ নিজ সন্তানের ওপর নজর রাখেন। তাদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করুন। যাতে তারা কোনো কিছু গোপন না করে। সন্তানদের মোটরসাইকেল না কিনে দিয়ে তাদেরকে দৌঁড়াতে দিন। তারা যতই দৌঁড়াবে, ততই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। পারলে তাদেরকে ল্যাপটপ বা কম্পিউটার কিনে দিন, যাতে সেটিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারে।'

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

বিদ্যালয় চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস। 

পরে কৃতী শিক্ষার্থীদের সম্মাননাসহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা